নদী দূষন মুক্ত করতে পটুয়াখালীতে জেলা প্রশাসকের এক মহতী উদ্যোগ

নদী দূষন মুক্ত করতে পটুয়াখালীতে জেলা প্রশাসকের এক মহতী উদ্যোগ

রেজাউল ইসলাম, পটুয়াখালী, নদীমাতৃক বাংলাদেশ।  নদী দেশের সম্পদ।  সম্পদের অপার সম্ভাবনাময় নদী রক্ষা আমাদের সকলের দায়িত্ব।  বিশেষ করে নদী ঘেরা পটুয়াখালীর সৌন্দর্য্য রক্ষাসহনদী দূষন মুক্ত করার লক্ষ্যে এগিয়ে এলন স্থানীয় প্রশাসন।
২৫ আগস্ট শনিবার দুপুরে পটুয়াখালী লঞ্চঘাটে অবস্থানরত ঢাকা গামী চারটি দোতলা লঞ্চে চারটি ড্রাম দিলেন জেলা প্রশাসক ড.মোঃ মাছুমুর রহমান। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার সাবেকুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার,  পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান, ঘাট ইজারাদার ফারুক আহমেদ সহ লঞ্চ সমূহের সুপার ভাইজার, চালক, স্থানীয় সাংবাদিক ও রোবার স্কাইটবৃন্দ।
লঞ্চ সমূহে ড্রাম দেয়ার সময় জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান নদী দূষন মুক্ত রাখার জন্য ময়লা আবর্জনা ড্রামে রাখার জন্য যাত্রী সাধারনসহ সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানান।