বাউফলে নজরদারিতে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা

বাউফলে নজরদারিতে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল:
পটুয়াখালীর বাউফলে কঠোর নজরদারিতে নেওয়া হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৭ হাজার ৯শত ১১জন।  এর মধ্যে জেএসসি পরীক্ষার বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরি এসএ ইনস্টিটিউশন, কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া হায়াতুন্নেছা বালিকা বিদ্যালয়, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়  (ভোকেশনাল) সহ ০৯ কেন্দ্র এবং নওমালা আ: রশিদ খান ডিগ্রী কলেজ, ডা: ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজ ও কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ ৩টি ভ্যানুতে ২ হাজার ৫শত ৮০ জন ছাত্র ও ২ হাজার ২শত ৬৩ জন ছাত্রী অংশ গ্রহন করেছে।  অপরদিকে জেডিসি পরীক্ষার বাউফল (১) বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল (২) কালিশুরী ডিগ্রি কলেজ, বাউফল (৩) কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল (৪) কনকদিয়া এসএ ইনস্টিটিউশন ও বাউফল (৫) পশ্চিম নওমালা ফাজিল মাদ্রাসার  ৫টি কেন্দ্র সহ কালিশুরী হাজেরা তালুকদার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১টি ভ্যানুতে ২হাজার ২শত ৫০জন ছাত্র ও ৮শত ১৮জন ছাত্রী অংশ গ্রহন করে।  কেন্দ্রে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শিক্ষকদের মনিটরিংয়ের পাশাপাশি রাখা হয়েছে সিসি ক্যামেরা। শিক্ষার্থীরা যাতে কোন ধরনের অসাধুপায় অবলম্বন এবং শিক্ষকরা কোন ধরনের অনিয়ম না করতে পারেন তার জন্য রয়েছে এ ব্যবস্থা।  সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে জানানো হয়েছে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এরপরে খোলা হয় প্রশ্ন পত্রের মোড়ক। প্রশ্ন পত্রের ফাঁস ঠেকাতে গত এসএসসি পরীক্ষার শেষদিকে এবং এইচএসসি পরীক্ষার শুরু থেকে এ নিয়ম চালু করা হয়।