আজ বিশ্ব এইডস দিবস

আজ বিশ্ব এইডস দিবস

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
আজ শনিবার বিশ্ব এইডস দিবস। ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। মরণব্যধি এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে।
১৯৮১সালে সর্ব প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়। বর্তমানে বিশ্বে প্রায় ৩.৪ কোটি মানুষ এইডস-এ আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩.৫ কোটি মানুষ এ মরণঘাতি রোগে মৃত্যুবরণ করেছে। প্রায় ৩ কোটির উর্ধ্বে অল্প বয়সি জনগোষ্ঠি এ রোগে আক্রান্তের ঝুকিতে রয়েছে। বাংলাদেশে প্রথম এ রোগ ধরা পড়ে ১৯৮৯সালে। এ রোগের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। তাই মরণব্যধি এ রোগ প্রতিরোধে গন সচতেনতা বৃদ্ধি করতে হবে।