গ্রামাঞ্চলে জ্বালানী সংকট: বাড়ছে সিল্ডিার গ্যাসের দাম

সাইফুল ইসলাম, বাউফল:
পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলে জ্বালানী সংকট দেখা দিয়েছে। নিত্য নৈমিত্তিক রান্না কাজের ব্যবহার্য জ্বালানী কাঠ, খড় এবং  গোবরের গুটি। সময়ের সাথে এ সব জ্বালানী সংকট হয়ে পড়েছে।
অন্যদিকে সিল্ডিার গ্যাস ব্যবহার বাড়ছে। গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারের রান্না সাথে চায়ের দোকানগুলোতে সব কাজে সিলিন্ডার ব্যবহার হচ্ছে।  
 একাদিক তথ্যসূত্রে জানাগেছে, বাউফল উপজেলার ১৫ টি  ইউনিয়নে দৈনিক গড়ে ৩শ থেকে ৪শ সিল্ডিার বিক্রি হচ্ছে। এ সিল্ডিার গ্যাস ৮  থেকে ১০ টি  কোম্পানি রয়েছে। উপজেলা মাত্র  লাইসেন্সভুক্ত ৪জন ডিলার রয়েছে।  বেশির ভাগ  দোকানগুলোতে  ডিলার  ছাড়া বিক্রি হচ্ছে।
এ দিকে সিল্ডিার ব্যবহার সাথে দাম বেড়ে চলেছে। সিলিন্ডার কোস্পানি সিন্ডিকেট মাধ্যমে দাম হাকিয়েছে। গত ১ মাসে সাড়ে ৯শ টাকা সিল্ডিার ১১শ টাকা বিক্রি হচ্ছে। লাইসেন্সভ’ক্ত ডিলার না থাকায় সরকার রাজস্ব ভ্যাট ট্যাক্স হারাচ্ছে অন্যদিকে ক্রেতার বেশি দামে গ্যাস কিনে ঠকছে। এ সব  দেখার মনিটরিং কেউ নেই বলা অনেকেই অভিযোগ করেছে।