একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বাউফলে প্রধান দু’দলে একাধিক মনোনয়ন পত্র জমা (ভিডিও সহ)

এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল: 
একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ প্রতিদ্বন্দিতা করার জন্য পটুয়াখালী-২ বাউফল আসনে প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল (বিএনপি)  থেকে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৯জন প্রার্থী এ আসনে মনোনয়ন পত্র জমা দেন। 
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর ২০১৮ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। সে লক্ষে বুধবার বিকাল ৪টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার পিজুস চন্দ্র দে’র কার্যালয়ে সকল দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন ১০ম জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইপ আ.স.ম. ফিরোজ ও কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক খোন্দকার সামসুল হক রেজা। জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোয়ন জমা দেন সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার ও তার  পতœী সালমা আলম এবং বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ দপ্তর সম্পাদক মু: মুনির হোসেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসাবে মাওলানা নজরুল ইসলাম ও বাংলাদেশ  কমিউনিস্ট পার্টি থেকে কমরেড সাহাবুদ্দিন আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে ঢাকা মহানগর দক্ষিন জামাতের সেক্রেটারি ও ছাত্র শিবিরের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ ও মু: রেজাউল করিম সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের মনোনয়ন পত্র জমা দেন। 
উল্লেখ্য পটুয়াখালী-২ বাউফল আসন থেকে ১৪জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মাত্র ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন বলে সহকারী রিটার্নিং অফিসার  নিশ্চিত করেছেন।