বরগুনা-১ আসনে মতিউর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

বরগুনা-১ আসনে মতিউর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ হাইরাজ (বরগুনা) প্রতিনিধি

  প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানিতে বরগুনা ১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের বিএনপি দলীয় প্রার্থী  দুই বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মতিউর রহমান তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করায় এ আসন বিএনপি আরেক প্রার্থী ছিলো জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। দলীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় সাজার কথা উল্লেক করে বরগুনা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কবীর মাহমুদ গত ২ ডিসেম্বর রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনা -১(সদর,আমতলী ও তালতলী)  আসনের বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান তালুকদারের মনোনয়ন পত্র বাতিল করেন । রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ১১তলায় এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন। আপিল শুনানি শেষে তিনি তার প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন।  মতিউর রহমান ছাড়াও ওই আসনে বিএনপির আরেক প্রার্থী হলো জেলা বিএনপির সভাপতি নজরুল মোল্লা। বরগুনা ১ আসনে দলীয় বিএনপি প্রার্থী ২ জন থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তর অপেক্ষায় আছেন তারা