পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহে মামলা ॥ জরিমানা ৭ লক্ষ টাকা

পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহে মামলা ॥ জরিমানা ৭ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীতে ৫ আগস্ট হতে এ সপ্তাহ পালনের অতিরিক্ত সময়ের প্রথম দিন ১২ আগস্ট সময় পর্যন্ত পুলিশ প্রশাসনের সহায়তায় বিশেষ করে পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ মইনুল হাসানের নির্দেশনায় জেলার বিভিন্ন সড়কের গুরুত্বপুর্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচল যানবাহনের ফিটনেস, গাড়ির বীমা, চালকের ড্রাইভিং লাইসেসন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে, যে সব যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমন  ১,৪৭৬ টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলার বিপরীতে ৬লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা ট্রাফিক ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান। ১৪ আগস্ট পর্যন্ত এ ট্রাফিক সপ্তাহ চলবে বলেও ট্রাফিক সার্জেন্ট তৌহিদুল ইসলাম জানান।
গতকাল ১৩ আগস্ট সোমবার দুপুর দেড়টায় জেলার উপড় দিয়ে বয়ে যাওয়া মহাসড়কের গুরুত্ব পুর্ন স্থান বড় চৌরাস্তায় পুলিশ সুপারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে যানবাহনের ফিটনেস, গাড়ির বীমা, চালকের ড্রাইভিং লাইসেসন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন এবং সঠিক যানবাহনের চালক ও যাত্রীদেরকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলার ট্রাফিক ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, ট্রাফিক সার্জেন্ট তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোবার স্কাউট সদস্য সাবরিন, তুনা, রায়হান, নাঈম, হাফিজ ও মাজহারুলসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।