প্রধানমন্ত্রীকে ছাগল উপহার দিতে চাওয়া লতিফন নেছার বাড়ি এমপি'র পরিদর্শন

প্রধানমন্ত্রীকে ছাগল উপহার দিতে চাওয়া লতিফন নেছার বাড়ি এমপি'র পরিদর্শন
রোকনুজ্জামান  কুষ্টিয়া  প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত সামছুদ্দিন মন্ডলের স্ত্রী মোছাঃ লতিফন নেছা (৭৫)। তার জীবনের শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীকে উপহার দেবেন তার পোষমানা ১০০ কেজি ওজনের ছাগল। প্রধানমন্ত্রীকে ছাগল উপহার দেওয়ার সংবাদ অনলাইনসহ বিভিন্ন পত্র পত্রিকায় ও টিভি চ্যানেলে প্রকাশিত হয়। যা সোস্যাল মিডিয়ায় ভাইরালে পরিণত হয়। এরই সূত্র ধরে লতিফন নেছার বাড়িতে পরিদর্শন করেন দৌলতপুর সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা এমপি। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে লতিফন নেছার বাড়িতে আসেন তিনি। সংসদ সদস্য আ.ক.ম. সরোয়ার জাহান বাদশা বৃদ্ধা লতিফন নেছার সাথে তার শেষ ইচ্ছার ব্যাপারে কথা বলেন এবং তার পোষমানা ১০০ কেজি ওজনের ছাগলটি দেখেন।
লতিফন নেছা বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা আমার পোষমানা ছাগলটি আমাদের প্রধানমন্ত্রী কে উপহার দেওয়া। সংসদসদস্য তাকে আশ্বাস দিয়ে বলেন আমি প্রধানমন্ত্রীকে সরাসরি বিষয়টি জানাব। এই সময় সংসদসদস্য এর সাথে উপস্থিত ছিলেন প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস কুদ্দুস মন্ডল। এছাড়াও এলাকাবাসীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।