কুষ্টিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কুষ্টিয়া প্রতিনিধি॥
 
"নিরাপদ মানসম্মত পণ্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্য শুক্রবার সকাল ৯.৩০ টায় কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মৃণাল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) একেএম মোস্তাফিজুর রহমান। 
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু প্রমুখ, কনজুমার্স এ্যাসোসিয়েশনের (ক্যাব) এর সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু, ক্যাবের সহ-সভাপতি শহিদ মুসা মনজু, যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক ও পৌর কাউস্নিলর রীনা নাসরিন, আমিন ফার্মেসীর স্বত্বাধিকারি শাহনেওয়াজ আনসারী প্রমুখ।বক্তাগণ ভোক্তাদের অধিকার সংরক্ষণে সঠিক আইন প্রয়োগ এবং সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। যেকোনো ভোক্তা অধিকার লংঘনের ঘটনা ঘটলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আলোচনা শেষে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি এবিএম আরিফুল ইসলাম, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।