বাউফলে আইন কর্মকর্তার বাসায় ডাকাতি

 বাউফলে আইন কর্মকর্তার বাসায় ডাকাতি

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বন বিভাগের সাবেক আইনকর্মর্তা রেজাউল করিমের  বাসার দরজা ভেঙ্গে ৮-১০জন মুখোশধারী দুর্বৃত্তরা ভিতরে ডুকে গৃহকর্ত্রী ও তার দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের প্রধান সড়কের পাশে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
সাবেক ওই আইনকর্মকর্তার স্ত্রী পারুল জানান,রাত আড়াইটার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত বাসার  দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রে মুখে তার কাছ থেকে আলমারির চাবি নেয়। এরপর ডাকাতরা তার ও তার এক দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে ফেলে। আলমারি খুলে নগদ ২ লাখ টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। ঘটনার সময় তার স্বামী ঢাকা ছিলেন। পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক বলেন,‘আমি ঘটনাস্থল পরির্দশ করেছি। ভূক্তভোগিরা অপরাধীদের চিনেছে। জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমাকে জানানো হয়েছে।তদন্ত সাপেক্ষে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।’
সম্পতি বাউফল উপজেলার,দাশপাড়া,কালাইয়া,কেশবপুর ও নাজিরপুর ইউনিয়নে প্রায়ই ঘটছে এই ডাকাতির ঘটন। ডাকাতির ঘটনা বুদ্ধি পাওয়ায় জনমনের বিরাজ করছে আতঙ্ক।