নেছারাবাদে স্বরূপকাঠী আটঘর কুড়িয়ানা রোড়ে অটো চলাচল বন্ধ।

নেছারাবাদে স্বরূপকাঠী আটঘর কুড়িয়ানা রোড়ে অটো চলাচল বন্ধ।

মোঃ রবিউল ইসলাম, নেছারাবাদ স্বরূপকাঠী প্রতিনিধিঃ   নেছারাবাদে স্বরূপকাঠী আটঘর কুড়িয়ানা রোডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে ইজি বাইক চালকদের দ্বন্দে অনির্দিষ্ট কালের জন্য ইজি বাইক চলাচল বন্ধ হয়েছে। বুধবার (২১ আগষ্ট) ওই রোডের ইজি বাইক চালক শামিম যাত্রী নিয়ে আদমকাঠী গেলে স্থানীয় ইজি বাইক চালক বিরেন মন্ডল কোন কারন ছাড়াই তাকে বেধরক মারধর করে। এতে ইজি বাইক চালক শামিম গুরুতর আহত হয়ে স্বরূকাঠী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়। মারধরের পর থেকেই ইজি বাইক চালক বিরেন সমিতির নিয়ম কানুন উপেক্ষা করে বিভিন্ন চালকে হয়রানি সহ মারধর করত। নিয়ে লাইনের অন্যান্য ইজি বাইক চালকরা বিভিন্ন জায়গায় বিচার দিয়ে কোন সমাধান না পেয়ে চালকরা অনির্দিষ্ট কালের জন্য ইজি বাইক অটো রিক্সা চলাচল বন্ধ রাখার ঘোষনা দেন। হঠাৎ করে ইজি বাইক অটো রিক্সা অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষনায় স্বরূপকাঠী আটঘর কুড়িয়ানার ওই সড়কে চরম ভোগান্তিতে পড়েছে সহাস্ত্রাধিক যাত্রী সাধারন। ব্যাপারে অটো সমিতির সাধারন সম্পাদক হিরু বলেন, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার পিরোজপুর- আসনের সাংসদের কথা বলে তার (চেয়ারম্যান) লাইনে ৪টি ইজি বাইক নামান। চেয়ারম্যানের ওই ইজি বাইক চালকরা লাইনের অন্যান্য চালকদের প্রায় সময়ই উত্যক্তসহ মারধর করত। নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিলেও চেয়ারম্যান শেখর কোন সমাধান না দিয়ে উল্টো তাদের শাসাত। সম্পাদক হিরু বলেন, চেয়ারম্যান বিগত দিনে আমাদের এমপি আউয়াল মহোদয়ের দলীয় প্রোগ্রামের কথা বলে অটো নিয়ে যাওয়ার জন্য বাধ্য করত এবং ফিরে আসলে কোন টাকা পয়সা দিত না। চেয়ারম্যানের কাছে বিভিন্ন প্রোগ্রামের ভাড়া নিয়ে চালকদের প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাওনা রয়েছে। ব্যাপারে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান শেখর কুমার সিকদার বলেন, আমি মারামারি বিষয় কিছু জানি না এমনকি এমপি মহোদয়ের নামে কোন গাড়ী রোডে নামাইনি। এমনকি বিগত ছয় মাসের মধ্যে এমপি আউয়াল মহোদয়ের কোন প্রোগ্রামে যাই নাই।