পটুয়াখালীর কুয়াকাটায় ৫ লক্ষ! পিস ইয়াবাসহ চোরাকারবারি ২ জন জেলে আটক!

পটুয়াখালীর কুয়াকাটায় ৫ লক্ষ! পিস ইয়াবাসহ চোরাকারবারি ২ জন জেলে আটক!

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি মাছের ট্রলার থেকে ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন সহ দুজনকে আটক করে। ৯এপ্রিল সোমবার আনুমানিক রাত্র ৪:০০ ঘটিকার সময় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৪০ কিলোমিটার দক্ষিনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত আসামি হলেন ১/মোঃ মোশারেফ (৫০) পিতাঃ মোবারক আলী শিকদার গ্রামঃনিশানবাড়ীয়া থানাঃ কলাপাড়া জেলাঃ পটুয়াখালী ২/টিপু শিকদার (৩০) পিতাঃ মৃত মোঃ নাসির শিকদার গ্রামঃ নিশানবাড়ীয়া থানাঃ কলাপাড়া জেলাঃটুয়াখালী ,কোস্টগার্ড জানান উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৫-২৭ কোটি টাকার মতো। কোস্ট গার্ড জেনারেল অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, ৯ তারিখ মধ্যরাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৪০ কিলোমিটার দক্ষিনে অভিযান চালিয়ে দুটি ট্রলার থেকে ৫ লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করে, তাদের ইয়াবা বহনের পদ্ধতি ছিল ইটের মতো আকৃতিতে জালের বস্তায়! মোশাররফ ও টিপু চি‌হ্নিত মাদক চোরাকারবা‌রি। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থে‌কে কক্সবাজার হ‌য়ে পটুয়াখালীর কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর-ম‌হিপুর নিয়ে আসতে চেয়েছিলেন,আটককৃতরা পেশায় জেলে এবং মাছ ব্যবসায়ী। মাছ ধরা এবং বেচা‌কেনার আড়ালে দীর্ঘ‌দিন ধ‌রে মাদক চোরাকারবারির সাথে জ‌ড়িত ছিল। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে উদ্ধারকৃত ইয়াবা ম‌হিপুরে পাইকারি বি‌ক্রেতা‌দের কা‌ছে সরবরাহ কর‌ত। নিরাপদ হিসা‌বে কুয়াকাটা সমুদ্র সৈকত এই পথকে বে‌ছে নি‌য়ে‌ছেন বলে জানা যায়। তিনি আরো জানান আটককৃত আসামিদের ম‌হিপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।