তালতলীতে সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

তালতলীতে সন্ত্রাস, দূর্নীতি,  মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সন্ত্রাস,দূর্নীতি, মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় আজ সকাল১১.টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন বাচ্চু, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার, তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথির বলেন, সমাজ থেকে দূর্নীতি দমন করতে হলে সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা থেকে দূর্নীতির মুলোচ্ছেদ তথা নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সকল অভিভাবককে তার সন্তানের প্রতি দৃষ্টি রাখতে হবে। সন্তান কোথায় জায় কার সাথে স চলাফেরা করে সেদিকে নজর রাখতে হবে। স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের ও দৃষ্টি রাখতে হবে তার সন্তান কোন কোন সাইট দেখে। তাহলেই মাদকের হাত থেকে সমাজ তথা জাতি রক্ষা পাবে। দূর্নীতি, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।