বাউফলে বাজেট কার্যকর হওয়ার আগেই সিকারেট বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে

বাউফলে বাজেট কার্যকর হওয়ার আগেই সিকারেট বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল:
বাউফলে বাজেট কার্যকর হওয়ার আগেই উচ্চ মূল্যে সিকারেট বিক্রী করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এতে সাধারণ দোকানিরা বিপাকে পড়ছে বলে অভিযোগ তাদের ।
জানা গেছে, প্রতি প্যাকেট বেনসন সিগারেট পূর্বের মূল্য ছিল ২শ’ ১০টাকা, বর্তমান তা বিক্রি হচ্ছে ২শ’৪২ টাকা দামে । গোল্ডলিফ প্রতি প্যাকেটের  পূর্ব মূল্য ছিল ১শ ৫০টাকা, বর্তমানে তা  বিক্রী হচ্ছে ১শ’ ৮৬টাকা। নেভি প্রতি প্যাকেটের পূর্বে বিক্রি হয়েছে  ৯২ টাকা, বর্তমানে তা বিক্রী হচ্ছে ১শ’ ১০টাকা, হলিউড প্রতি প্যাকেটের পূর্বে হয়েছে মূল্য ৭০টাকা। বর্তমানে বিক্রী হচ্ছে ৭৪ টাকা। মোঃ আশরাফ নামে এক ধুমপায়ী অভিযোগ করেন, সরকার ধুমপান অনুৎসাহিত করার জন্য সিগারেটের উপর কর বাড়িয়েছে এটা ভালো উদ্যোগ। কিন্তু বাজেট কার্যকর হওয়ার আগে কোম্পানিগুলো অতিরিক্ত টাকা নিচ্ছে। অথচ এই টাকার ভাগ সরকার পাচ্ছেনা। এর কি কোনো প্রতিকার নেই। সিগারেটের অতিরিক্ত মূল্যের বিষয়ে ব্রিটিশ এমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি জানান, কোম্পানি বেশি দাম নেয়ায় তারা বেশি দামে বিক্রি করছেন। এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহি অফিসার পিজুস চন্দ্র দের সাথে যোগাযোগ করা হলে  তিনি বলেন,‘‘অতিরিক্ত দাম নেয়ার কোনো সুযোগ নেই”। তবে এ বিষয়ে তিনি অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন । পটুয়খালী জেলা ভোক্তা অধিকারের দায়িত্বরত কর্মকর্তার নিকট প্রতিকার চাইলে তিনি স্থানীয় পুলিশের শরনাপন্ন হওয়ার পরামর্শ দেন। পরে বাউফল থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদের সাথে যোগাযোগ করলে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিক্রয় গাড়ির নিকট পুলিশ পাঠান। আগত ওই পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি ভোক্তা অধিকারের দায়িত্ব তাদের নয়। পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, তিনি এ বিষয়ে ভোক্তা অধিকারের দায়িত্বরত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়ার জন্য পরামর্শ দেন।