পটুয়াখালী রাঙ্গাবালী পুলিশ ও র‍্যাবের নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ!

পটুয়াখালী রাঙ্গাবালী পুলিশ ও র‍্যাবের নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ!

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের পঞ্চম ধাপের  নির্বাচন   মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ হয় । যদিও সকাল থেকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে ডাঃ জহির উদ্দিন আহম্মেদ ও আনারস প্রতীক নিয়ে ড. আরিফ বিন ইসলাম প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়া তিনজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা এই নির্বাচনে লড়ছেন। এখন তারা ফলাফলের অপেক্ষায়।

এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ৬ শত পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন কোস্টগার্ড ও ১ প্লাটুন র‌্যাব মোতায়েন রয়েছে। এ ছাড়া ১৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

উল্লেখ্য, পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার ৭৬ হাজার ৮২৩ জন। এরমধ্যে পুরুষ ৩৮ হাজার ৩৮৯জন এবং মহিলা ৩৮ হাজার ৪৩৪জন। আর ৩৬টি ভোট কেন্দ্রের ১৯৯টি কক্ষে ভোটগ্রহণ চলছে।