বাউফলে ঈগল লঞ্চকে জরিমানা

বাউফলে ঈগল লঞ্চকে জরিমানা

এম অহিদুজ্জামান ডিউক: পটুয়াখালী বাউফলে একটি দোতালা লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৯ আগস্ট সোমবার বিকাল ৫টায় উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় ওই ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, সোমবার বিকাল ৪টায় উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নেয় এমভি ঈগল-৪ নামের ডাবল ডেকার লঞ্চটি। ঠিক ওই মুহুর্তে কালাইয়া লঞ্চঘাটে উপস্থিত হন বাউফল উপজেলার  ইউএনও পিজুস চন্দ্র দে। তিনি লঞ্চে প্রবেশ করে লঞ্চটি পরিদর্শন সহ বিভিন্ন শ্রেনী পেশার ১ম ২য় ও তৃতীয় শ্রেনীর যাত্রীদের খোজ নেন। পরে তিনি লঞ্চে অনৈতিক ভাবে ডেকের সিট বিক্রি, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্তি যাত্রী পরিবহন ও নোংরা আবর্জনার কারেন ভ্রাম্যমান আদালত বসিয়ে লঞ্চ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।