ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের গাড়িবহরে হামলার অভিযোগ

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের গাড়িবহরে হামলার অভিযোগ

বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোট ঐক্যফ্রন্টের একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ঐক্যফ্রন্টের নেতাদের গাড়িবহর বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসিকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা আ.স.ম. আবদুর রব।

মি. রব বলেন, "হামলাকারীরা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেছে কয়েকবার। আমাদের ঐক্য ফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মীর ওপরেও হামলা করা হয়েছে।"

জাতীয় সমাজতান্ত্রিক দলের এই শীর্ষ নেতা জানান, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ঐক্য ফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের গাড়ি বের হয়ে গেলেও অন্যান্য কয়েকজন নেতার গাড়ি ভাঙচুর করা হয়।

তিনি বলেন, এই হামলায় তাঁর নিজের গাড়ির চালকও আহত হয়েছেন।

মি. রব ঘটনার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেন।

ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান বিবিসিকে বলেন, "স্মৃতিসৌধের মূল বেদি থেকে গেটের বাইরে হইচই, দৌড়াদৌড়ি দেখে পুলিশ সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে আমরা আর কাউকেই পেলাম না।"

তবে নেতাকর্মী আহত হওয়া বা গাড়ি ভাঙচুরের কথা শোনা গেলেও ঘটনাস্থলে গিয়ে সেরকম কোনো আলামত দেখতে পাননি বলে জানান মি. সেলিমুজ্জামান।

মি. সেলিমুজ্জামান নিশ্চিত করেন যে এই ঘটনায় ঐক্যফ্রন্টের কারো পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্র: বিবিস বাংলা