পটুয়াখালীতে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. গোলাম সরোয়ার'র সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. গোলাম সরোয়ার'র সংবাদ সম্মেলন
রিপন দাস,পটুয়াখালী : বর্তমান সরকারের উন্নয়ন ও পরিকল্পনা এবং নিজের বর্নাঢ্য রাজনৈতিক ইতিহাস এবং অবিজ্ঞতা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে (পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ ও দুমকী) পটুয়াখালী-১ আসনে, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগে যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার। বুধবার (৪ অক্টোবর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ্যাড.গোলাম সরোয়ার বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন এবং তিনি বলেন ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ১৯৮২ সাল থেকে ১৯৯৪ সাল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগ থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। টানা তিনবার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।এছাড়াও বাংলাদেশ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছি। ১৯৮২ সালে সামরিক স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে হামলা মামলাসহ কারাবরণ করতে হয়েছে। আমার রাজনৈতিক জীবনে ১৯টি মামলার আসামী হয়েছি৷ তিনি আরও বলেন, আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে প্রার্থী হতে চাই। আমি আশাকরি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমি শেখ হাসিনার একজন কর্মী হতেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। এসময় উপস্থিত বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন,জেলা যুবলীগ নেতা হাসান শিকদার, আইনজীবী মনোয়ার হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।