বাউফলে আ.লীগ নেতাকে শোকজ

বাউফলে আ.লীগ নেতাকে শোকজ

দেলোয়ার হোসেন, বাউফল : আইন পরিবর্তন করে হলেও  বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সুযোগ করে দেওয়ার দাবি করায় পটুয়াখালীর  বাউফল উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা আওয়ামী লীগ।
সোমবার (২ অক্টোবর) বিকেলের দিকে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ তিনি কেনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন বক্তব্য দিয়েছেন তা জানতে চেয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩দিনের  মধ্যে তিনি তার জবাব দিবেন।’
গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার তার ফেসবুক আইডিতে বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে একটি পোস্ট করেন। এতে বিএনপির পদধারী নেতা ও সমর্থকরা তাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। অন্যদিকে এটিকে সংগঠনবিরোধী বলে মনে করেন স্থানীয়  আওয়ামী লীগ ও  অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতারা তার সমালোচনা করে  তাকে  বহিষ্কারের দাবি তুলেছেন।
ফেসবুক পোস্টে আবদুল মোতালেব হাওলাদার লেখেন,‘ রাজনৈতিক কারনে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’  ব্্রাকেটে লেখেন,‘ মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি।’

এবিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী মো. আলমগীর হোসেন বলেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমন মন্তব্য  করার অধিকার সংরক্ষণ করেন না। এটি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বিষয়। তিনি (মোতালেব হাওলাদার)  দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন মন্তব্য করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ইতি মধ্যে তাকে শোকাজ করা হয়েছে। তার জবাবে পেলেই ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে বাউফলে তোলপাড় শুরু হয়েছে ।