পটুয়াখালীতে দূর্যোগ বিষয় জেন্ডার টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে দূর্যোগ বিষয় জেন্ডার টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

রেজাউল ইসলাম, পটুয়াখালী
পটুয়াখালীতে জেলা দূর্যোগ বিষয়ক জেন্ডার টাস্কফোর্স কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট মঙ্গলবার কোডেক প্রশিক্ষণ সেন্ট্রারে অক্সফাম ও কোডেক সহায়তায় শুকতারা মহিলা উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এম্পাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটারিয়ান এ্যাক্টরস (এলনা) প্রজেক্ট কোডেকের জেলা  দূর্যোগ বিষয়ক জেন্ডার টাস্কফোর্স কমিটির সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এর সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় সভার লক্ষ্য ও উদ্দেশ্য এবং অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এনএসএস এর ডিরেক্টর প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। সভায় দূর্যোগে নারী ও শিশুর ঝুঁকি নির্ণয়, নিরসন ও বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা করেন জেলা  দূর্যোগ বিষয়ক জেন্ডার টাস্কফোর্স কমিটির সহ-সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, সাবেক ভাইস প্রিন্সিপাল লুৎফুননেছা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান, এলনা প্রজেক্ট কোডেকের প্রজেক্ট অফিসার খাদিজা বেগম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রহমান, অক্সফাম ইন বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান, কে.এম এনায়েত হোসেন প্রমুখ। সভায় সাংবাদিকসহ কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহন করেন।