আ.স.ম ফিরোজ কে বাউফল বাসী মন্ত্রী হিসেবে দেখতে চায়

      আ.স.ম ফিরোজ কে বাউফল বাসী মন্ত্রী হিসেবে দেখতে চায়

দেলোয়ার হোসেন ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতীয় সংসদের অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি কে পটুয়াখালীর বাউফল বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী রেখে মন্ত্রী হিসেবে দেখতে চায় ।  
এমপি আ.স.ম ফিরোজ ১৯৫৩ সালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে জম্ম গ্রহন করেন । তার পিতা মহরুম ইদ্রিস মিয়া অবিভক্ত বাংলার বরিশাল জেলা পরিষদের সদস্য ছিলেন । তিনি ১৯৬৭ সালে বরিশাল এ.কে.স্কুল থেকে এসএসসি,বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইতিহাস বিষযে এমএ পাশ করেন । ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্রমিছিলে অংশগ্রহন করেন । ১৯৬৬ সালে বরিশাল এ.কে স্কুলের সহ:সাধারন সম্পাদক  ও ১৯৭০-৭৩ সময়ে বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন ।
আ.স.ম ফিরোজ ১৯৬৬ সনে ৬ দফা আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন । ১৯৭০ সনের প্রলংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট এবং আ.লীগের এাণসামগ্রী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের সঙ্গে থেকে বাউফলসহ দক্ষিণাঞ্চলের চরাঞ্চলে এাণ বিতরণে অংশ গ্রহন করেন। ১৯৭১ সনে ভারতে মুক্তিযুদ্ধে  অংশ গ্রহন করার জন্য প্রশিক্ষণ শেষ করে ভারত থেকে দেশে আসার পথে খুলনার গাবুয়া এলাকায় পাকবাহিনীর গানবোট দ্ধারা অতর্কিত হামলার শিকার হন । এবঙ তিনিসহ ১৯জন মুক্তিযোদ্ধা তাদের হাতে আটক হন । দুদিন আটক থাকার পর পালিযে এসে রক্ষা পান । মহান মুক্তিযোদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। ৯নং সেক্টরের চীফ পরিটিক্যাল মটিভেটরের দায়িত্ব পালনও করেন ।
আ.স.ম ফিরোজ ছত্রেজীবন থেকেই রাজনীতিকে পেশা হিসেবে গ্রহন করেন ।বর্তমানে তিনি বাউফল উপজেলা আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।তিনি বাংলাদেশ আ.লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ২য়.৩য়.৫ম.৭ম.৯ম.১০ম.১১শ এবঙ ১২শ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন 
২০০৮ সালে নবম জাতীয় সংসদের হুইপ ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিযুক্ত হন । 
এ ছাড়াও তিনি সংসদ কমিটি,পার্লামেন্ট মেম্বারস ক্রাবের সাধারন সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর থেকে বাউফল বাসী এ আসনটি আ.লীগের প্রার্থীকে বিজয় করে আসছে। কিন্ত কোন মন্ত্রী দেওয়া হয়নি । তাই বাউফলের জনগনের প্রধানমন্ত্রীর কাছে একমাত্র দাবী ৮বারের নির্বাচিত সংসদ সদস্য আ.স.ম ফিরোজকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ।