পটুয়াখালী-ঢাকা রুটে লঞ্চ চলা-চলে আসছে সময়ের পরিবর্তন,পূরন হচ্ছে দীর্ঘদিনের দাবি

পটুয়াখালী-ঢাকা রুটে লঞ্চ চলা-চলে আসছে সময়ের পরিবর্তন,পূরন হচ্ছে দীর্ঘদিনের দাবি

রিপন কুমার দাস(জেলা প্রতিনিধি)পটুয়াখালীঃ- পটুয়াখালী-ঢাক লঞ্চ চলাচল এর নতুন সময়সূচী নিয়ে পটুয়াখালী তথা দক্ষিনাঞ্চলের মানুষের প্রানের দাবী হয়ে উঠছিল।কিন্তু এ নিয়ে আজ পর্যন্ত আশার বানী শোনাতে কারেনি কেউ।তবে এক বিশ্বস্থ সূত্রে জানা গেছে বর্তমান চেম্বার অব কর্মাসের সভাপতি ও পটুয়াখালী পৌরসভার মেয়র তথা জনতার মেয়র মহিউদ্দিন আহমেদের ঐকান্তিক চেষ্টা ও আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ঢাকা -পটুয়াখালী -ঢাকা রুটে লঞ্চ চলাচল এর নতুন সময়সূচী নির্ধারণ করেছেন। নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে প্রতিদিন রাত ৮ টায় এবং পটুয়াখালী থেকে প্রতিদিন রাত ৭ টা ৩০ মিনিটে লঞ্চ ছাড়বে। উক্ত সময়সূচী হয়তো আগামী ৭ দিনের মধ্যে কার্যকর হবে বলে জনতার মেয়র মহিউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেছেন এবং নতুন সময়সূচি বাস্তবায়নের যারা কাজ করেছেন তাদের সকলকে জনতার মেয়র মহিউদ্দিন আহমেদে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পটুয়াখালী-ঢাক লঞ্চ চলাচল এর নতুন সময়সূচীর আগাম জানা-জানি হলে এ নিয়ে সাধারণ মানুষ ও দুর-দুরন্তের যাত্রীদের সাথে কথাবলে যানাযায় নানান রকমের কথালাপ।তবে আল-আমিল নামে এক যাত্রীর সাথে কথালাপে যানাযায়,অনেক দুরথেকে এসেছি বিকেল বেলা অনেক দুরথেকে এসে লঞ্চে চড়তে কষ্ট হয় আবার অনেক সময় ঘাটে এসেদেখি লঞ্চ ছেড়ে দিয়েছে।যদি লঞ্চ ছাড়ার সময় এরকম অর্থাৎ ৭টা-৮টা দিকে হয় তহলে তো ভালই হয়। এ সয়ম সূচী বাস্তবায়ন হলে বা বহাল থাকলে চাকুরীজীবী,ব্যবসায়ী তথা সকলের উপকারে আসবে বলে সাধারণ মানুষ আশা ব্যক্তকরে