প্রবাসে লকডাউনে থেকেও মির্জাগঞ্জে গ্রামের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ।

প্রবাসে লকডাউনে থেকেও  মির্জাগঞ্জে গ্রামের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ।

মির্জাগঞ্জ  প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কয়েকজন প্রবাসী যুবকের উদ্যেগে স্থানীয় যুবকদের মধ্যেমে ঘরবন্ধী কর্মহীন প্রায় ২শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর মাধবখালী গ্রামে ১৮৩টি পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নিরবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় কয়েকজন যুবক মো. রিপন সাজ্জাল, আব্দুর রশিদ, মাহবুব আলম ও সিদ্দিক মোল্লা ও ফারুক চৌকিদার।
স্থানীয় মো. রিপন সাজ্জাল জানান, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকার খেটে খাওয়া মানুষ ঘরবন্ধী। তাদের ঘরে খাবার নেই। সরকারি সাহায্য অপ্রতুল। নি¤œ মধ্যবিত্ত্ব পরিবারের অনেকে পরিস্থিতির স্বীকার। জনপ্রতিনিধিদের কাছে তাঁরা ত্রাণ চাইতেও পারেন না। অনাহারে অর্ধাহারে কোন মতে চলছে তাঁদের জীবন। এসব কথা চিন্তা করে এলাকার কয়েকজন প্রবাসী যুবক এবং দেশের বিভিন্ন এলাকায় কর্মরত সচ্ছল যুবক ভাইদের সাথে আলাপ করে একটি ফান্ড তৈরি করে এলাকার ১৮৩টি পরিবারের মধ্যে চাল,তেল, ডাল, পিয়াজসহ মোট ১৭ কেজি ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিয়েছি।
প্রবাসী  ফারুক আহম্মেদ মোল্লা মুঠো ফোনে জানান, করোনা ভাইরাসের বিস্তারের কারণে লকডাউন অবস্থায় কাতারে থেকেও কিছু অর্থ জমিয়ে এলাকার মানুষের জন্য পাঠিয়েছি। যতদিন সংকট থাকবে আমাদের সামর্থ্য অনুযায়ি এ কার্যক্রম চালিয়ে যাব।  এ ক্ষেত্রে আরো যারা সহযোগীতা করেছেন তারা হলেন, ইংল্যান্ড প্রবাসী শাহীন রেজা, দক্ষিণ কোরিয়া প্রবাসী মোতালেব খান, পুলিশ ইনন্সপেক্টর মো. লিটন খান, পুলিশ ইনন্সপেক্টর হারুন অর রশিদ,মো.  সুমন খান, মো. মিজান মোল্লা ও পুলিশ অফিসার মো. রাসেল খানসহ আরো অনেকে।