হরিপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

হরিপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় হরিপুর উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন নবাগত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনসহ ৭টি গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এম.জে. আরিফ বেগ এর সভাপতিত্বে পরিষদের হলরুমে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান, মোসলেমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আমজাদ আলী, হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মংলা প্রমুখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার। নবাগত জেলা প্রশাসক ড. কে.এম. কামরুজ্জামান সেলিম ১০ অক্টোবর ঠাকুরগাঁও জেলায় যোগদান করেন।