বাউফলে বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে চীফ হুইপের মতবিনিময় সভা

বাউফলে  বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে চীফ হুইপের  মতবিনিময় সভা

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল:
পটুয়াখালীর বাউফলে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম,ফিরোজ। আজ মঙ্গলবার  উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
 দিনব্যাপী মতবিনিময় সভায় ইউনিয়নের সকল প্রকার যানবাহন মালিক ও চালক,বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদবর্গ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন,গ্রাম পুলিশ,দফাদার,আনসার ভিডিপি,অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বাজার ব্যাবসায়ী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
 এ সময় চীফ হুইপ তাদের কাছ থেকে প্রাপ্তি ও প্রত্যাশা ভিত্তিক মুক্ত মতামত ধৈর্য্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, চীফ হুইপ এর এপিএস আনিচুে রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মোতালেব হাওলাদার, মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ মতবিনিময় সভা ধারাবাহিক ভাবে উপজেলার ১৫ টি ইউনিয়নে চলবে।  ইতিপূর্বে বেশ কয়েকটি ইউনিয়নে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।