তালতলীতে হয়ে গেলো দেশের সবচেয় বড় জোছনা উৎসব

তালতলীতে হয়ে গেলো দেশের সবচেয় বড় জোছনা উৎসব

মো:হাইরাজ, বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া  শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শুক্রবার পালিতহল  দেশের সবচেয় বড় জোছনা উৎসব । বিষখালী, পায়রা ও বলেশ্বরে নদীর মোহনায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এই উৎসব উপলক্ষে ছিল হাজারো মানুষের পদচারণা। শুক্রবার সন্ধ্য থেকে রাত২টা পর্যন্ত এ উৎসব পালিত হয়।

জোছনা উৎসব উদ্বোধনকালে বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘আমরা আশা করি বরগুনার জোছনা উৎসব পৃথিবীর সবচেয়ে বড় জোছনা উৎসবে পরিণত হবে একদিন। আজ এখানে যে জোছনা উৎসব যাত্রা শুরু করলো একদিন সেই জোছনা উৎসবের আলো ছড়িয়ে পড়বে বিশ্বময়।’ তিনি আরও বলেন, ‘বরগুনার অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং ভ্রমণ পিপাসু মানুষদের আকৃষ্ট করতে জোছনা উৎসব একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে বরগুনার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা যাবে।’এর আগে শুক্রবার বেলা দেড়টার দিকে বরগুনা নৌ বন্দর থেকে দুটো লঞ্চে করে বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জোছনা পিপাসু মানুষ সন্ধ্যার আগে আগে এসে নোঙর করেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। এরপর আনুষ্ঠানিকভাবে বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ এর উদ্বোধন ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনির জামান, জোছনা উৎসবের উদ্যোক্তা সোহেল হাফিজ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ প্রমুখ। জোছনা উৎসবে অংশ নিতে বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বরের মোহনায় কমপক্ষে ৩০ হাজার মানুষের আনাগোনা হয় বলে জানান কর্মকর্তারা। আর জোছনাপ্রেমী মানুষদের অকৃষ্ট করতে বিভিন্ন বাহারী পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।