বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

সাইফুল ইসলাম , বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর উপজেলা  প্রশাসন আয়োজনে দিবস পালনে বিশেষ কর্মসূচী গ্রহন করেন। এ কর্মসূচীর ১ম পর্বে ছিল, বাউফল উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা  স্তম্বে  মুক্তিযুদ্ধ মঞ্চে পুষ্পমাল্য অর্পন। এ সময়  জাতীয় সংসদ চীফ হুইপ আসম ফিরোজসহ উপজেলা প্রশাসন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এনজিও প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মসূচীর দ্বিতীয় পর্বে, স্থানীয় পাবলিক মাঠে কুচকা আওয়াজ, প্রদর্শনীয় এবং পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলণ ও শান্তি পায়রা উড়ানোর মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস কান্তি দে,বিশেষ অতিথি ছিলেণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোসাররফ হোসেন খান, বাউফল থানা ওসি (তদন্ত) মুরাদ হোসেন। অনুষ্ঠিত কুচকা আওয়াজে বাউফল থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ উপজেলার সদরের শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষার্থী অংশগ্রহন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের উপর প্রদর্শনীতে অংশগ্রহন নেন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিশুরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।