মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধি:  বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভাবনীয় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। টানা তৃতীয় বারের মতো সাংসদ শম্ভুকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারন জনগন। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ লাখ ১৯ হাজার ৯৫৭ ভোট পেয়ে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি এবার নির্বাচিত হওয়ার পরই তার নির্বাচনী এলাকা বরগুনা-আমতলী-তালতলীর মানুষসহ সমগ্র জেলার সাধারণ জনগণ শেখ হাসিনার মন্ত্রিসভায় তাঁকে পূর্ণমন্ত্রী হিসেবে প্রত্যাশা করেছিলেন। উল্লেখ্য, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব সফলতার সাথে পালন করেন। এর আগে নবম জাতীয় সংসদেও তিনি অনুমিত হিসেব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে সুনামের সঙ্গে তা পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করেন। গত দশ বছরে তাঁর দক্ষ নেতৃত্বে। যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা,এবং বিদ্যুৎ পরিস্থিতির বরগুনায় অকল্পনীয় উন্নয়ন ঘটেছে এ সময়ে তালতলীতে জাহাজ নির্মাণ শিল্প, কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র, তালতলী ২০শয্যা হাসপাতাল ফের চালু করা, তালতলী ফায়ার সার্ভিস নির্মান (কাজ চলমান),তালতলী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস নির্মাণ,(কাজ চলমান), আমতলী-পুরাকাটা পয়েন্টে পায়রা সেতুর নির্মাণ কাজ, আড়াইশ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল এর নির্মাণ কাজ, একাধিক ইকোনমিক জোন তৈরির প্রক্রিয়া শুরুসহ অসংখ্য অভাবনীয় উন্নয়ন কর্মকান্ড তাঁর নির্বাচনী এলাকায় চলমান রয়েছে।