বালিয়াকান্দিতে পরীক্ষার ফি কমানোর দাবীতে বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

বালিয়াকান্দিতে পরীক্ষার ফি কমানোর দাবীতে বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

সুবির বিশ্বাস, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী পরীক্ষার ফি কমানোর দাবিতে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র সরকারের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষের কক্ষ অবরুদ্ধ করে রেখে মারমুখি হয়ে ওঠেন শিক্ষার্থীরা। বেলা দেড় টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এসময় ইউএনও মো: মাসুম রেজা তাদের অভিযোগ শোনেন এবং অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকার জানান, আমরা অতিরিক্ত কোন টাকা আদায় করছিনা। যাদের ৪ হাজার টাকার বেশি ধরা হয়েছে তাদের কাছে বেতনসহ অন্যান্য খাতে বকেয়া রয়েছে।
শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা বেতন নিতে পারেন এমন প্রশ্ন করলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, আমাদের কলেজটি সদ্য সরকারিকৃত। এখনো আমরা সরকার থেকে কোন ধরনের প্রজ্ঞাপন পাইনি। তাই আমরা বেসরকারি নিয়মেই বেতন নিচ্ছি।