আপনার ঈদ খরচ:ছকিনার স্বপ্নপূরণ

আপনার ঈদ খরচ:ছকিনার স্বপ্নপূরণ

সাইফুল ইসলাম, বাউফল

বাউফল উপজেলার চরওয়াডেলের ছকিনা বেগম। ২ সন্তান নিয়ে ভাইয়ের সংসারে বোঝা হয়ে আছে। ঈদ ঘিরে আনন্দ। সবাই যেন সাধ্য অনুযায়ী ঈদ সামগ্রী ও পোশাক ক্রয় নিয়ে ব্যস্ত। আপনার পাশে থাকা ছকিনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মনের মধ্যে জল্পনা কল্পনা আকছে। সবাই ঈদের দিন কম বেশি খরচ করেন। সেই ঈদ খরচ থেকে বাঁিচয়ে ছকিনা  সাহায্য পেলে আজীবনের রোজগার পথ হয়ে যেতে পারে।


বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন। চারদিকে নদী মধ্যে বিশাল চর। ছোট একটি টিনের ঘর। দুর্যোগ পরবর্তী সময় পূর্ণবাসনে গড়েতোলা  বসতি ঘরটি । খাসজমির ওপর গড়ে তোলা বসত ঘরটি স্থায়ী  হয়নি বন্দোবস্তের অভাবে। প্রায় দেড় যুগ ধরে বসতি স্থাপনাটি দখলসূত্রে মালিক। অল্প বয়সে বিবাহ স্বামী আবুল হোসেন গত বছর ঈদের আগে ফরিদপুর সড়ক দুর্ঘটনায় মারা যায়। ২ সন্তান নিয়ে নদীর পাড়ে জীবন যাপন করছে। প্রথম ছেলে সন্তান শাকিব হোসেন স্কুলে না গেয়ে শিশ্র শ্রম হিসাবে নদীতে জেলের জালে মাছ ধরার বদলা দিয়ে থাকেন। ছোট কন্যা সন্তার ৬ বছর বয়স। অল্প বয়সে স্বামী হারানো বেদনা অন্যদিকে লোক সমাজের কানা ঘুসার ভয়তে ভাইয়ের সংসারে আশ্রয় নিয়েছে। মা ভাইয়ের পরিবারে মোট ৮ জন্য সদস্য খেয়ে না খেয়ে দিন গুনছে।

কেমন যাবে চরবাসীর ঈদ। এ প্রত্যাশা নিয়ে প্রতিবেদক চন্দ্রদ্বীপ গেলে চোঁখে পড়ে ছকিনার দৃশ্য। ঈদ ভাবনা নিয়ে প্রশ্ন করলে জানা যায়,  বর্তমানে কাজ কর্মের সমস্যা। তারই মধ্যে দিয়ে কর্ম খুজে নিতে চান। ছকিনা প্রাথমিক শিক্ষা শেষ করলেও মেধাবী হওয়ার কারনে অব্যাহত রয়েছে শিক্ষা। । ছকিনার ইচ্ছে, হাজার পাচঁ টাকা হলে কিছু ওষুধ, ব্যাগ, প্রেসার মাপার যন্ত্র ডায়াবেটিস মাপা যন্ত্র ক্রয় করে মাধ্যমে মা শিশুর সেবা ফাস্ড এইড ব্ক্স গড়ে তুলবেন।  মা ও শিশুর সেবার প্রাথমিক ধারনা নিয়ে হাজার  পাচঁ টাকার ঔষুধ ক্রয় করে এলাকায় ব্যবসা করতে পারেন একদিকে মা শিশুর সেবা হবে অন্যদিকে ছকিনার কর্মসংস্থান সৃস্টি হবে।

পবিত্র রমজান মাস। সামনে ঈদ। এমনি মুহুর্তে হ্লদয়বান যে কোনা দানশীল ব্যক্তি সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারেন ছকিনার পরিবারে। ৩ সদস্য স্বামীহারা ছকিনার পরিবার কর্মসংস্থান হতে পারেন অংশিদারএ ফাস্ড এইড কর্মসংস্থান আপনার কল্যানকর সাহায্য আজীবনের স্বরনীয় হয়ে থাকবে ছকিনার সংসার।