বাউফলে রক্ষক যখন ভক্ষক !

 বাউফলে     রক্ষক যখন ভক্ষক !

জিতেন্দ্র নাথ রায়, বাউফল:
চাকরী করেন তিনি ঢাকার রাজধানীর ওয়াসায়  । পেশায় তিনি  ওয়াসার ১নং জোনের সাবডিভিশনাল প্রকৌশলী । নাম তার আব্দুর রব । ওয়াসার আপদকালিন দ্রুত পয়নিঃস্কাশনের জন্যে  সরকার বিক্রি নিষিদ্ধ পাইপ নট ফর সে লেখা   তার অধীনে রাখা পাইপ । যা তিনি ঢাকার জনগণের দুর্দশা লাঘবে কাজে না লাগালেও তিনি তার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রাসাদ রক্ষার্থে   বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডে ত্রিতল ভবনের পানি নিঃস্কাশনের জন্যে গতকাল শনিবার দুপুরে বাউফল কালিশুরি সড়ক ও জনপদের নির্মিত সড়ক কেটে সরকার নিষিদ্ধ পাইপ মোটা পাইপ লাগিয়ে দিয়েছে তিনি । যার গায়ে লেখা রয়েছে নট ফর সেল । শুধু তাই নয়, সে ঢাকার আইডয়াল কলেজ এন্ড স্কুলের নির্বাচিত অভিভাবক হওয়ায় ঈদ উপলক্ষে পুরো পৌরসভায় সাঁটিয়েছেন তার নিজের পরিচয় সম্বলিত রঙ্গিন পোষ্টাসহ ঈদ শুভেচ্ছা ।   এ ঘটনাটি ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে । গোলাবাড়ি টেম্বু ষ্টান্ডের চালক মজিবর বলেন,শুক্রবার সন্ধার পর থেকে ১০-১২ জন শ্রমিক লাগিয়ে সরকারি সড়ক কেটে ইঞ্জিনিয়ার আব্দুর রব তার বাড়ির পানি সড়াতে পাইপ বসানোর কাজে বাউফল কালিশুরি সড়কে ব্যাপক যানজটের সষ্টি হয় । সে মনে করেছিল পৌরসভা জরুরী কাজ করছে । কিন্তু পরে দেখতে পায় সড়কের পাশের বাড়ির মালিক এ কাজ করছেন ।  এ বিষয়ে ঢাকা ওয়াসার সাবডিভিশনাল প্রকৌশলী আব্দুর রব সমকালকে জানান, বিষয়টি তো ভেবে দেখিনি ।  নট ফর সেল ঢাকায় দোকানে কিনতে পাওয়া যায় । তার এক ভাই ঢাকা থেকে নিয়ে  এসেছেন । বাড়িটি বৃষ্টি হলেই তলিয়ে যায় সে জন্যে পানি খালে নামানোর ব্যবস্থা করেছি ।  ঢাকায় ও বাউফলের গোলাবাড়ি তার ভাইয়ের একাধিক থাইএ্যালুমিনিয়ামের দোকান আছে ।