পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে ডেটিং করতে এসে গণপিটুনির শিকার দুই শিক্ষার্থী

পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে ডেটিং  করতে এসে গণপিটুনির শিকার দুই শিক্ষার্থী

রেজাউল ইসলাম, পটুয়াখালী
পটুয়াখালীতে মধ্য রাতে মোবাইল প্রেমিকার সাথে দেখা করতে এসে চোর সন্দেহে গনপিটুনির শিকার হয়েছে  জসিম খান(১৬) ও আরিফুর রহমান(১৭) নামে দুই শিক্ষার্থী। সোমবার রাতে গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের  জাদুরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের মাধ্যমে দুই শিক্ষার্থীকে পুলিশে সোর্পদ করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে পাশ^বর্তী কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়–য়া শিক্ষার্থী শহিদুল খানের ছেলে জসিম তার সহপাঠি আরিফুর রহমানকে নিয়ে মোবাইল প্রেমিকা বকুল বাড়িয়া ইউনিয়নের শহিদুল খানের ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া নাসরিনের সাথে দেখা করার জন্য রাত সাড়ে ১১টায় শহিদুলের রান্না ঘরের দরজা ভেঙে মুল ঘরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় নাসরিনের পরিবারের সদস্যরা টের পেয়ে তাদের আটক করে। পরে স্থাানীয়রা ওই দুই শিক্ষার্র্থীকে মারধোর করে ইউনিয়ন পরিষদের নিয়ে যায়।  
এদিকে নাসরিনের চাচাতো ভাই জসিমসহ মারধোরকারীরা জানান , তাদের এলাকার আনছার নামে এক যুবকের  ইন্দনে এরা এলাকায় চুরি করতে এসেছে এবং তারা তা স্বীকার করেছেন স্থানীয়দের কাছে। এ প্রসঙ্গে ওই দুই শিক্ষার্থী জানান, আমরা মারধোর থেকে রেহাই পেতে এমন কথা বলেছি। এদিকে আনছার জানান, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। অপরদিকে ঘটনা মিমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হলে চেয়ারম্যান ৩০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বলে জানান স্থানীয়রা। পরে একাধিক সংবাদকর্মীদের  উপস্থিতির কারনে চেয়ার‌্যমান আবু জাফর তার সিদ্ধান্ত বদল করে  সন্ধ্যার দিকে আটক দুই জনকে গলাচিপায় থানায় হস্তান্তর করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আটককৃত দুই জনের বয়স কম হওয়ার কারনে স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের কাছে দেয়া হয়েছে।