পটুয়াখালীতে মাদকাসক্ত রোগীদের চিকিৎসা সেবায় আলোচনা সভা

পটুয়াখালীতে মাদকাসক্ত রোগীদের চিকিৎসা  সেবায় আলোচনা সভা

রেজাউল ইসলাম, পটুয়াখালী,
মাদকাসক্তি চিকিৎসায় মুক্তি - এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে মাদকাসক্ত রোগীদের চিকিৎসা সেবায় সেবিকাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে ইনস্টিটিউট হল রুমে মাদকাসক্ত রোগীদের চিকিৎসা সেবায় সেবিকা দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সঞ্জয় কুমার চৌধুরী। নাসিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রওশন আরা এর সভাপতিত্বে এবং ইনস্ট্রাক্টর মরিয়ম বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক এএএ মহাফিজুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালের তত্বাবধায় কডাঃ মোহাম্মদ রহিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়েরপ রিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস। আরও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, নাসিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর রীনা বড়াল, ৩য় বর্ষের নার্স রিমা আক্তার প্রমুখ।