পটুয়াখালীতে ইয়াবা মামলায় দুই জনকে কারাদন্ড

পটুয়াখালীতে ইয়াবা মামলায় দুই জনকে কারাদন্ড

রেজাউল ইসলাম, পটুয়াখালী, পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞবিচারক মোঃ শহিদ উল্লাহ ১০১ পিচ ইয়াবা মামলার রায়ে আসামী ইমাম হোসেন (৩০) কে ৫ বছরস শ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদন্ডের আদেশ নে। একই মামলার অপর আসামী বছের শরীফ (২৮ কে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের এসআই মোঃ শাহিনুর ইসলাম গোপন খবরের ভিত্তিতে গত ১৫.৯.১৫ ইং তারিখ ডিউটি কালে পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর খলিসাখালী গ্রামে জনৈক জালাল হাওলাদারের বাড়ির পশ্চিম পাশের গোপালদী সড়কে ইয়াবা বিক্রির কালে ইমাম হোসেন ও বাছেরকে আটক করে। তল্লাশী করে ইমামের কাছ থেকে ৫১ পিচ ও বছেরের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। ঐদিনই আটক দুই জনের বিরুদ্ধে দশমিনা থানায় একটি মামলা রুজু করে র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জেহাদুল ২৯.১০.১৫ ইং তারিখ তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত ৬জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে গত কাল বুধবার বিজ্ঞবিচারক উক্ত রায় দেন। সরকার পক্ষে বিশেষ পিপি এড. আরিফুল হক এবং আসামী পক্ষে এড.হুমায়ুন কবির ও এড.পবিত্র সরকার মামলা পরিচালনা করেন।