ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পৌর মেয়রের উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পৌর মেয়রের উদ্যোগ

রিপন কুমার দাস,পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এর উদোগে "আমার বাড়ি আমার ঘর, রাখব সদা পরিস্কার"এই শ্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি ও পরিস্কার পরিচ্ছনতা বিষয়ে অভিযান পরিচালিত হয়েছে।শনিবার পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি মশা নিধন ঔষধ প্রয়োগ করা হয়। দেখাগেছে, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, শেরেবাংলা বালিকা বিদ্যালয় এবং সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে মেয়র নিজেই এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সেচ্ছোসেবক  সহ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি মশা নিধন ঔষধ প্রয়োগ করে।

পৌর মেয়র বলেন, সকলে আমরা নিজ নিজ বাড়ির আঙ্গিনা সহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে সকলেই আমরা সুস্থ থাকতে পারবো।আমাদের প্রত্যেকের উচিৎ নিজ নিজ বাড়ি এলাকা পরিস্কার রাখা। ইতি মধ্যে মশার উপদ্রব কমাতে শহরের ড্রেন ও খাল গুলোতে যাতে স্বাভাবিক ভাবেই পানি চলাচল করতে পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় মশা নিধন ঔষধ স্প্রে করা হচ্ছে। কোথাও মশার উপদ্রব বৃদ্ধি পেলে সাধারণ মানুষকে পৌর কাউন্সিলর কিংবা সরারসি মেয়কে অবহিত করার আহবান জানান তিনি।

মশার বংশবিস্তার প্রতিরোধে আগামী কয়েকদিন পৌরসভার উদ্যোগে এই সচেতনতা ও পরিস্কার পরিচ্ছণ্ণতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ঠরা।