পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালত: আইসক্রীম মালিককে ১০ দিনের কারাদন্ড প্রদান

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালত: আইসক্রীম মালিককে ১০ দিনের কারাদন্ড প্রদান

রেজাউল ইসলাম, পটুয়াখালী:  পটুয়াখালীতে হেতালিয়া বাঁধঘাট এলাকায় নকল ও মেয়াদ উর্ত্তীন খাদ্যপন্য রাখার দায়ে আঁখি আইসক্রীম ফ্যাক্টরী সিলগালা করে মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ হাছান আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গতকাল বৃহষ্পতিবার দুপুর ১২টায় হেতালিয়া বাঁধঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে নকল ও মেয়াদ উর্ত্তীন খাদ্যপন্য রাখার দায়ে আঁখি আইসক্রীম ফ্যাক্টরী সিলগালা করে এবং ফ্যাক্টরির মালিক মোঃ নুরুল আমিন (৪০) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাহমুদ ও  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম।