বাউফলে পদ হারালেন সেই আ.লীগ নেতা

বাউফলে পদ হারালেন সেই আ.লীগ নেতা

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আইন পরিবর্তন করে হলেও  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে  চিকিৎসার দাবি জানানো সেই আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব হাওলাদারকে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে  উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর কথাকে চ্যালেঞ্জ করেছেন মোতালেব হাওলাদার।
আইন পরির্বতন করে হলেও বিদেশে পাঠানোর দাবি করেন। যা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যেহেতু তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করেছি, তাই তাকে সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছি। সে আর সাধারন সম্পাদকের পদে থাকতে পারবে না।
একই দিন বিকেল ৫টার দিকে আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলা আ.লীগের সভাপতি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে এক বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা কার্যনিবার্হী কমিটির সিদ্ধান্তক্রমে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিচুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।  
উল্লেখ্য: ৩০ সেপ্টেম্বর  আবদুল মোতালেব হাওলাদার তার ফেসবুক আইডতে বিএনপি নেত্রীর চিকিৎসার দাবি জানিয়ে পোস্ট করেন। তিনি লিখেন,আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হউক। ( মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি। যা সামাজিক যোগাযোগ ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়।  
বিএনপির নেতারা তার (মোতালেব হাওলাদার) পোস্টের প্রশংসা করলেও নিজ দলের নেতারা কঠোর সমালোচনা করেন। বহিষ্কার দাবিও করেন আওয়ামী লীগ নেতারা।এঘটানয় জেলা আওয়ামীলীগ তাকে শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ আকারে কেন্দ্রীয় আ.লীগের কাছে পাঠান জেলা আওয়ামী লীগ।