বাউফলে মহান বিজয় দিবস পালিত

বাউফলে মহান বিজয় দিবস পালিত


মোঃ দেলোয়ার হোসেন : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি দিয়ে সকাল ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরস্থ শহীদ ¯œৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার,উপজেলা আ.লীগের সহ:সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু। উপজেলা প্রশাসন,উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,মুৃক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিক সংগঠন।
 শ্রদ্ধাঞ্জলির শেষে সকাল ৮ টার দিকে বাউফল পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার,উপজেলা আ.লীগের সহ:সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু,সহকারি কমিশনার (ভূমি) প্রদীব কুমার কুন্ড,ওসি শোনিত কুমার গাইন,সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীবৃন্দ ।সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।