গলাচিপায় ডিগ্রি পরীক্ষায় প্রোক্সি দেয়ার দায়ে এক বছরের কারাদন্ড ও আরেক ছাত্রী বহিস্কার

গলাচিপায় ডিগ্রি পরীক্ষায় প্রোক্সি দেয়ার  দায়ে এক বছরের কারাদন্ড ও আরেক ছাত্রী বহিস্কার

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা
জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৭সালে ডিগ্রি পাস কোর্স বিএসএস এর ইংরেজি পরীক্ষায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রোক্সি দিতে এসে মো.সুমনকে আটক করা হয়েছে। সে বরিশাল ব্রজমোহন বিশ^বিদ্যালয় কলেজের ফিনান্স ও ব্যাংকিং বিভাগের মাষ্টার্স পরীক্ষায় পাস করেছে বলে দাবি করে। পরে তাকে এক বছরের কারাদন্ড দিয়েছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সুহৃদ সালেহিন। 
সূত্র জানায়, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের বিএসএস(পাস) তৃতীয় বর্ষের ছাত্র সুজন বিশ^াসের  (রোল নং ৭৩১১৩৪৯) পরিবর্তে মো.সুমন পরীক্ষা অংশ নেয় বলে পরীক্ষা চলাকালীন সময় ঐ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গোপন তথ্য আসে। এ সুবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া সুমনকে তার নিজ কক্ষে নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য স্বীকার করে। সুমন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মেমসাহেব গ্রামের নাসির উদ্দিনের প্ত্রু। এছাড়া একই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে সোনিয়া নামের এক ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। যার রোল নং ৭১১৩২২৮ ।