পটুয়াখালীতে নিরাপদ খাদ্য আইনে দু’টি বেকারীর খাদ্য দ্রব্য জদ্ধ

পটুয়াখালীতে নিরাপদ খাদ্য আইনে দু’টি বেকারীর  খাদ্য দ্রব্য জদ্ধ

সাইফুল ইসলাম, স্টাফ  রিপোর্টার,
নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে পটুয়াখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সর্তক মূলক প্রচর প্রচারনাভিযান করছে  জেলা স্যানিটারী ইন্সপেক্টর।
 বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ এর নেতৃত্বে শহরের লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন খাদ্য উদপাদন কারখানায় প্রচারনা অভিযান পরিচালনা করেন। জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ জানান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃস্টির জন্য খাদ্য স্থাপনা পরিদর্শন করে সর্তকতা মূলক প্রচরনা কালে শহরের স্বনির্ভর রোর্ড এলাকার রাব্বি বেকারীতে বিষক্ত ক্যামিক্যাল রং, ভাই ভাই মুসলিম হোটেলের ফ্রিজে সংরক্ষিত খাওয়ার অযোগ্য বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য জব্ধ করে জনসম্মখ্যে ধংস করা হয়। এসময় ব্যবসায়ীদের সর্তক করা হয় তবে কোন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি।  জেলা স্যানিটারী ইন্সেপেক্টরকে সহযোগিতা করেন পৌর সভার  স্যানিটারী ইন্সপেক্টর সারমিন আক্তার।