কুষ্টিয়ায় রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত

রোকনুজ্জামান কুষ্টিয়া॥

কুষ্টিয়ায় দুই দিনব্যাপী রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে, ২১ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া টেগর লজে এ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। 

সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কবি আলম আরা জুঁই। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অশোক সাহা। দুই দিনব্যাপী এ রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী নীলোৎপল সাধ্য ও সুমা রায়। কর্মশালায় কিশোর বিভাগ ও সাধারণ বিভাগ মোট ২ টি বিভাগে প্রায় ৮০ জন অংশ গ্রহণ করেন। কর্মশালার সহযোগিতা করেন কুষ্টিয়া পৌরসভা। 

এ সময় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সহ-সভাপতি ড. সরওয়ার মুর্শেদ, সম্পাদক মন্ডলীর সদস্য আকলিমা খাতুন ইরা, শিল্পী রীনা বিশ্বাস, সমর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালার উদ্বোধনকালে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালি জীবনের প্রতিটি শাখা জড়িত রয়েছে। রবীন্দ্রনাথের গান আমাদের মন ছুঁয়ে যায়। রবীন্ত্রনাথ ঠাকুর আমাদের বাঙালির গর্ব, আমাদের অহংকার। তাই নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানাতে হবে এবং রবীন্দ্র সংগীত শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অশোক সাহা জানান, ২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।